
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসের ‘টর্চার সেল’ থাকার তথ্য পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন এবং চাঁদাবাজি চালানোর অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার গত সোমবার জিয়েসকে প্রধান আসামি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা করেন। মামলার পর গত সোমবার রাত ৯টার দিকে প্রধান আসামি হিজবুল আলম জিয়েসকে গ্রেপ্তার করা হয়েছে, জানায় তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান।
এর আগে গত রোববার রাতে তার দুই সহযোগী রাফি ও আব্দুল্লাহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। হিজবুল আলম জিয়েস ২০২১ সালের ২৯ ডিসেম্বর থেকে বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিয়েসকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।