
সাতক্ষীরার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, ঘোনা, পদ্মশাখরা, কালিয়ানী, গাজীপুর, কুশখালী, চান্দুড়িয়া, হিজলদি, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও ব্যাটেলিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদেরভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ২৮ হাজার টাকার ভারতীয় ঔষধ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল অলির ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ভবানীপুর নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।