ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যানজট নিরসনে সিসি ক্যামেরার আওতায় কক্সবাজার শহর

যানজট নিরসনে সিসি ক্যামেরার আওতায় কক্সবাজার শহর

‘যানজট নিরসনে সিসি ক্যামেরায় মোড়ানো হচ্ছে কক্সবাজার শহর। কক্সবাজার জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন সচেতন মহল। এমনকি নিজ কার্যালয়ে বসেই জেলা শহরের ৩৬ পয়েন্টে যানজট নিরসনে তদারকি করে যাচ্ছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী।

যানজট নিরসনের পাশাপাশি দায়িত্বরত কোনো ট্রাফিক সদস্য সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণ করছেন কি না তাও নজর রাখছেন তিনি। অন্যদিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশের নজরদারি বাড়ানো হলেও যানজটের সমাধান মিলছে না অনেক গুরুত্বপূর্ণ মোড়ে।

বিশেষ করে ভোলা বাবুর পেট্রোল পাম্প, খুরুশকুল রাস্তার মাথা এবং বাজারঘাটা এলাকার মতো ব্যস্ততম পয়েন্টে সিসিটিভি ক্যামেরা কিংবা ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ক্রমাগত বাড়াচ্ছে ভোগান্তি।

তথ্য সূত্র বলছে, ভোলা বাবুর পেট্রোল পাম্প, খুরুশকুল রাস্তার মাথা এবং বাজারঘাটা এলাকায় সহসাই সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগের কাজ চলমান রয়েছে। তবে ডলফিন মোড়, সুগন্ধা ও হলিডে মোড়সহ কিছু এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি ও নিয়ন্ত্রণের কারণে যান চলাচল অপেক্ষাকৃত স্বাভাবিক রয়েছে। পর্যটক ও স্থানীয়দের স্বস্তিও মিলছে কিছুটা।

জেলা পুলিশের এক তথ্য সূত্র বলছে, কক্সবাজার জেলায় ১২০ ট্রাফিক সদস্যের চাহিদা রয়েছে। তারস্থলে রয়েছে মাত্র ৬০ জন। ওই ৬০ জন ট্রাফিক সদস্য কক্সবাজার জেলা সদর ছাড়াও ৭ টি উপজেলার যানজট নিরসনে কাজ করছেন।

কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি বলেন, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কক্সবাজার শহরের যানজটের প্রধান কারণ হচ্ছে অবৈধ ইজিবাইক টমটম ও ব্যাটারিচালিত মিশুক।

জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগ নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কোনো মতেই যানজট নিরসন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘কমিশন’ কাউন্টার বন্ধ না হলে যানজট নিরসনে সম্ভব হবেনা না। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার, দিনে দিনে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে শহরের চেহারা।

সিসিটিভি ক্যামেরায় নজরদারি, ট্রাফিক পুলিশের তৎপরতায় কিছু এলাকায় শৃঙ্খলা ফিরলেও, এখনও শহরের গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। তিনি বলেন, শহরের উন্নয়ন ও পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হলে প্রয়োজন আরও সমন্বিত উদ্যোগ। নয়তো আধুনিকতার মাঝেও যানজটই থেকে যাবে কক্সবাজারের নিত্যদিনের সমস্যা। তিনি আরও বলেন, শুধু কক্সবাজার শহর নয়, জেলার ৯ উপজেলার মধ্যে ৭টি উপজেলায় যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত