ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে নজরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে নজরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে নজরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলের পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল এবং একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামিম সরদার। গত মঙ্গলবার ও গতকাল বুধবার গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান-সিগারেট ব্যবসায়ী নজরুল বেপারী (৩২) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত নজরুল বেপারী ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে দোকান চালাতেন। গত ২৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে ২২ জুন রাতের কোনো একসময় তাকে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক এবং একটি জুয়ার মামলা ছিল। এ ঘটনায় ২৩ জুন গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি জুলহাস মণ্ডলকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত