
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রধান বাজার প্রতাবগঞ্জ চকবাজার। উপজেলার ১২৭টি গ্রামের মানুষের নিত্যদিন যাতায়াত এই বাজারে। রাত দিন সবসময়।
বাজারের ভেতর ও বাজারে যাওয়ার ৩টি সংযোগ সড়কগুলোর বেহাল দশায় চলাচল করা যাচ্ছে না। দীর্ঘদিন যাবত চলছে এই ভোগান্তি। সেজন্য ক্রেতাও আসেন না। এই পরিস্থিতিতে প্রায় ৬ মাস ধরে বাজারটি অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অসময়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বিক্রেতারা। এতে গ্রামের লোকজন ভোগান্তিতে পড়েছেন। পৌরসভার প্রাণকেন্দ্রে সড়কটির অবস্থা এতই বেহাল যে সাধারণ মানুষ পায়ে হেটে চলাচল করতে পারে না। এতে বাজারের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। বাজারের ওপর দিয়ে কোনো বয়োবৃদ্ধ বা রোগী যানবাহনে করে গেলে তাকে আরও দুর্ভোগ পোহাতে হয়। গতকাল বুধবার সকালে বাজারে গিয়ে দেখা যায়, বাজারের মধ্য দিয়ে যাওয়া ভাঙাচূড়া পাকা সড়কটি কাঁদায় একাকার। কেউ বাজারে যেতে পারছেন না। বাজারের ভেতর পাকা রাস্তার কোনোটাই আস্ত নেই। খানাখন্দ ভরা।
স্থানীয়রা জানান, আগে বাজারটি রমরমা ছিল। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এখন কেউ বাজারে আসেন না। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
এক ব্যবসায়ী জয়নাল মিয়া জানান, বর্ষাকাল আসতেই বাজারটির রাস্তা খারাপ হয়ে যায়। বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম বলেন, সারা দেশের রাস্তাঘাটের উন্নতি হলেও আমাদের ভাগ্যে উন্নয়ন নেই। ভাঙা রাস্তার জন্য সবসময় যানজট লেগে থাকে। মানুষ কষ্টে আছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ‘আমি খোঁজ নিয়ে অবিলম্বে বাজারের সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।
সড়ক ও জনপথ বিভাগের (বাঞ্ছারামপুর) বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, প্রতাবগঞ্জ বাজারের সংস্কার কাজ শুরু হবে শীঘ্রই। টেন্ডার হয়েছে। ৩ কোটি ৯৬ লাখ টাকায় আরসিসি ঢালাই হবে। বৃষ্টি কমলেই কাজ শুরু হবে।