ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে বিএনপির সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি

হোসেনপুরে বিএনপির সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি

আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সেই সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সভা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোসেনপুর উপজেলা শাখার আগামী ১৯ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিঞা, জেলা যুবদলের সভাপতি জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহিদসহ হোসেনপুর উপজেলা বিএনপির সব নেতারা। সভাপতিত্ব করেন, জনাব জহিরুল ইসলাম মবিন। গতকাল বুধবার হোসেনপুর দলীয় কার্যালয়ে বেলা ১২টায় হোসেনপুর উপজেলা দ্বি-বার্ষিক সভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপিরসহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ হোসেনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপস্থিত নেতাকর্মীরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত