ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় সাত মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু

ভোলায় সাত মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু

ভোলায় চলতি বছরের প্রথম সাত মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস জানায়, পরিবারের অসচেতনতায় প্রতি বছরই প্রায় ২০০ শিশুর প্রাণ যায় পানিতে ডুবে। এবার মাত্র সাত মাসেই মৃত্যু হয়েছে ১২০ জনের। উপজেলা ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান সূত্রে জনা গেছে, গত সাত মাসে চরফ্যাশনে ৩৭ জন, মনপুরায় আটজন, তজুমদ্দিনে ১০ জন, লালমোহনে ১২ জন, দৌলতখানে তিনজন, বোরহানউদ্দিনে ২৪ জন এবং সদর উপজেলায় ২৬ জন। শিশু বিশেষজ্ঞরা জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে অধিকাংশ দুর্ঘটনা ঘটে, যখন মায়েরা রান্না বা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন। বর্ষায় নদী-খাল-পুকুর কানায় কানায় ভরে যায়, শিশুরা পানিতে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় স্থানীয় একটি এনজিও ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। এতে ২০ হাজার শিশুকে সাঁতার শেখানোর লক্ষ্য রয়েছে। প্রশিক্ষকরা জানাচ্ছেন, মাত্র এক সপ্তাহেই শিশুদের মৌলিক সাঁতার কৌশল শেখানো সম্ভব, যা প্রাণহানি কমাতে বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত