ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী

নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী

নাটোরের নলডাঙ্গায় অসীম সরদার (৩৫) নামে এক সাপে কাটা রোগী সাপ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। অসীম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।

পরিবার ও স্বজনরা জানান, গতকাল সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার অসীমের পায়ে কামড় দেয়। এসময় তার চিৎকারে শুনে পরিবারের লোকজন ছুটে আসেন।

এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের চালের ড্রামের নিচে একটি গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা। আহত অসীম সরদার বলেন, ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই সাপ কামড় দেয়। সাপে কাটা স্থান থেকে চাপ দিয়ে রক্ত বের করি। চালের ড্রাম সরিয়ে গর্ত থেকে সাপটি ধরি। এরপর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এখন সুস্থ আছি।

নাটোর আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে ভালো আছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত