
কুষ্টিয়ায় সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, এই মেলা শুধু উদ্ভিদের চারা ক্রয়-বিক্রয়ের উৎসব নয়, বরং এটি একটি সচেতনতামূলক সামাজিক আন্দোলন। যার মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। অন্যদিকে জনসাধারণকে বৃক্ষরোপণে আগ্রহী করা হচ্ছে। ফলে ফলদ, বনজ ও শোভাবর্ধক উদ্ভিদের উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি হচ্ছে। তাই উন্নতমানের চারা ও বনায়ন প্রযুক্তি সরবরাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা উন্মোচন এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুকুল কুমার মৈত্র, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান এবং নার্সারি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, আকাবা নার্সারির স্বত্তাধিকারী ডা. রুহুল আমিন ও মানুষ মানুষের জন্য সংগঠনের প্রধান সিহাব উদ্দিন মিলন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নার্সারি মালিকদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন নার্সারি ও মেলার স্টল ঘুরে দেখেন। সাত দিনব্যাপী এ মেলায় সরকারি বেসরকারি ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছের চারা প্রদর্শন করা হয়।