ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ গ্রেপ্তার পাঁচ

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ গ্রেপ্তার পাঁচ

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ৩ জনসহ জাল কাগজপত্রে দায়ে ২ পরীক্ষার্থী মিলে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়োগের লক্ষ্যে জুন-২৫ এর মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয় গত ১০ আগস্ট-২৫। মাঠ পর্যায়ে পরীক্ষা কার্যক্রম চলমান থাকে ১৩ আগস্ট-২৫ দুপুর পর্যন্ত। এবারে মাঠ পর্যায়ে কুড়িগ্রাম জেলার পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ২ হাজার জন পরীক্ষার্থী।

মাঠ পর্যায়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেটের বাইরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ পাইয়ে দেওয়ার শর্তে বিভিন্ন পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে একটি দালাল চক্র। গোপন তথ্যেরভিত্তিতে গত ১০ আগস্ট কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম আকস্মিক অভিযান পরিচালনা করে নিয়োগ সংক্রান্ত ভুয়া কাগজপত্রসহ দালালচক্রের ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার নারায়নপুর কুলামুয়া কালার চর এলাকার নুরনবী ইসলাম, কচাকাটা মাদারগঞ্জ এলাকার হজরত আলীও গাইবান্ধা ফুলছড়ি এলাকার সোলায়মান মিয়া।

অন্যদিকে মাঠ পর্যায়ে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করার দায়ে ২ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রাজারহাট কিশামত পাইকপাড়া এলাকার নাহিদ মিয়া ও ফুলবাড়ী আতিয়াবাড়ি এলাকার রাকিবুল হাসান।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত