ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সাটুরিয়ায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা), দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সোবাহান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী। জানা গেছে, আতাউর রহমান আতা সাটুরিয়া ইউনিয়নের ঘিওর গ্রামের মৃত মহল উদ্দিনের ছেলে। আ. সোবহান দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। ইয়াকুব আলী দরগ্রাম ইউনিয়নের তেঘুরী গ্রামের মৃত আ. আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় আতাউর রহমান, দরগ্রাম স্কুলে আগুন ও ভাঙচুর মামলায় আ. সোবহান, ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত