
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর বলেছেন, শিক্ষার্থীদের মানবকবোধ সম্পন্ন আলোকিত ভালো মানুষ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দিনাজপুরের আয়োজনে পারফরমেন্স বেইজ গ্রান্টস ফল সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (পিবিজিএসডি) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আওতায় ২০২২ এবং ২০২৩ সালে দিনাজপুর সদর উপজেলার এসএসসি এবং এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পিবিজিএসআই স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক প্রফেসর তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা. তৌহিদুল ইসলাম, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার শাহীনুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা।