
কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশীমপুর আরএন উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড গরমের কারণে নবম শ্রেণির ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত গাজীরহাট আনুনিক মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার পর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার মনে করেন, গরমে নয় বরং পানিশূন্যতা ও ক্ষুধার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।