
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সিদ্ধিরগঞ্জ গোদনাইল বার্মাইস্টান এলাকার ইয়াকুব মিয়ার ছেলে এবং থানা তাঁতি লীগের সভাপতি। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও শীর্ষ সন্ত্রাসী মতিউর রহমান মতির ভাগিনা। গত বছরের ৫ আগস্ট পর্যন্ত মামার দাপটে আদমজী ইপিজেডে একাধিক ব্যবসা বাগিয়ে নেয়।
মাজহারুল ইসলাম সোহেল (৩৫), নাসিক ৭নং ওয়ার্ড আদমজী কদমতলী এলাকার করিম মিয়ার ছেলে ও যুবলীগ নেতা। সেলিম খান (৬০), নাসিক ৩নং ওয়ার্ড মুক্তিনগর নয়াআটি এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে ও শ্রমিক লীগের সভাপতি। তিনি নয়াআটি মক্তিনগর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও বালতি সেলিম নামে পরিচিত।
পুলিশ জানায়, ইউসুফ মাসুদ ও মাজহারুল ইসলাম সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে যথাক্রমে মামলা নং-৩৩(৯)২৪ দায়ের রয়েছে। অন্যদিকে, সেলিম খানের বিরুদ্ধে মামলা নং-৩০(১০)২৪ রয়েছে, যা তদন্তাধীন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সরাসরি অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।