ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাদুল্যাপুরে ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

সাদুল্যাপুরে ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সঞ্চালন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ লটারি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আফান আলী, প্রেসক্লাব সাদুল্যাপুরের সভাপতি ও সহকারী অধ্যাপক নেয়ামুল আহসান পামেল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলার ১১টি ইউনিয়ন থেকে মোট ১৬৩ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে অনিয়ম বা শত পূরণ না হওয়ায় ৯৭ জনের আবেদন বাতিল করা হয়।

অবশিষ্ট আবেদনকারীদের মধ্যে ২৫ জনকে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়। তবে ৪নং জামালপুর ইউনিয়নের তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ায় নিয়োগ স্থগিত করা হয়েছে এবং রসুলপুরের একটি কেন্দ্র শূন্য রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থগিত কেন্দ্রগুলো পুনরায় যাচাই-বাছাই শেষে পরবর্তীতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে, তবে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত