ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাবিপ্রবিতে আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

রাবিপ্রবিতে আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের নিয়ে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হিসাবরক্ষণ অফিসার শহীদুল ইসলাম।

তিনি প্রতিষ্ঠানের বাজেট, অডিট, জিএফআর, বিএসআর, টিএডিএসহ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোকপাত করেন এবং উদাহরণ ও বাস্তব ব্রড শিট ব্যবহারের নমুনা ও অডিট আপত্তি নিষ্পত্তির কৌশলগত দিক তুলে ধরেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, সুশাসন নিশ্চিত করার জন্য জেনারেল ফিন্যান্সিয়াল রুলস অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনার কাজসমূহ সম্পাদন করতে হবে। আর্থিক ব্যবস্থাপনার মৌলিক নীতি মেনে যেকোনো পণ্য-সেবা ক্রয়ের ক্ষেত্রে চাহিদার মূল্যায়ন করে ক্রয় প্রক্রিয়ার প্রতিটি স্তরে বিধি-বিধানের স্বচ্ছতা মেনে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব আইকিউএসি মাহবুব আরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত