ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াশে আঞ্চলিক সড়কের বেহাল দশা

তাড়াশে আঞ্চলিক সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর ওয়াপদা বাঁধের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের এখন বেহাল অবস্থা। এতে ওই সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। প্রায় দেড় কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি সড়কে এখন গর্ত ও কাঁদা মাটিতে এলাকাবাসী পায়ে হেঁটে চলাচলও করতে পারছে না।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ওই সড়কের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ হয়নি।

কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় বর্ষণে এ সড়কে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টির পানি গর্তে জমে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে উত্তর ওয়াপদা বাঁধ থেকে তাড়াশ হাসপাতাল পর্যন্ত প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় এলজিইডির অধীনে এ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিংসহ পাথর, খোয়া ও বালিও উঠে গেছে এবং সড়ক জুড়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করতো অনায়াসে। সড়কটিতে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

তারা আক্ষেপ করে আরও বলেন, ইতোপূর্বে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিকে অবহিত করেও কাজে আসেনি। এ কারণে এলাকাবাসীর চরম দুর্ভোগ ও দুর্দশা চলছেই। এ বিষয়ে এলজিইডির সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, জনস্বার্থে এরইমধ্যে ওই সড়ক পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বিধিমতে কাজ শুরু হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত