
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। গতকাল শুক্রবার কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এই নোটিশ তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে গফুর ভূঁইয়া চেয়ারম্যানকে ফোনে হুমকি দেন। তাকে বলতে শোনা যায়, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কতো বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। পরে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সভাপতি করার পর পরিস্থিতি শান্ত হয়। এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।