ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির দোয়া

খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির দোয়া

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর ফেনী জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল-এর সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেক হায়াত ও আশু সুস্থতা কামনায় করে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত