ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দেশবাসী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়’

‘দেশবাসী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোহাম্মদ শামীম। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।

এ সময় তিনি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, মানুষ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। মূলত এটি জনগণের আকাঙ্খা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন নিয়ে যারা আজ সংশয় প্রকাশ করছেন, তারাও এক পর্যায়ে ইতিবাচক হবেন। নির্বাচন যথাসময়ে হওয়া জরুরি কারণ গণতন্ত্রের বিকল্প নেই। কোনো অনির্বাচিত লোক দেশ শাসন করতে পারে না। কারণ তা দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। এজন্য সবাই একটি নির্বাচিত সংসদ চায়। তিনি আরও বলেন স্কুল জীবন থেকে রাজপথে টানা ৩৫ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি; একাধিক বার কারাভোগ করেছি। তৃণমূলে সর্বোচ্চ যোগাযোগ করছি; মাঠপর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই বাছাই চলছে। আমি আশাবাদী দলের হাই কমান্ড আমার রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে আমাকে এই আসনে মনোনয়ন দিবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন, মো. উজ্জল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইবন খানসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত