ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন প্রদান করা হয়েছে। গতকার শনিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সদরপুরে এশিউর গ্রুপের সৌজন্যে এমন আয়োজন করে এসএসসি ব্যাচ ৯৫। এ ক্যাম্পে ঢাকা, রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেল হসপিটালের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তত দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। কুমারখালী এসএসসি-৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সরেজমিন দেখা যায়, বিএনপি নেতা শেখ সাদীর বাড়িতে চলছে ক্যাম্প। চিকিৎসক, রোগী, স্বজন ও স্বেচ্ছাসেবীদের জন্য ভিন্ন ভিন্ন স্থান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পেতে ভিড় করেছেন রোগীরা। এ সময় কুমারখালী শহর থেকে আসা শাজাহান আলী (৬৫) বলেন, সারা শরীর ব্যাথা। ডায়াবেটিকসও আছে। শুনলাম ভালো ভালো ডাক্তার আসছে। ফ্রি বলেই আসলাম। সদরপুর গ্রামের মরিয়ম বেগম বলেন, হাঁড়ের সমস্যা। ফ্রি ফ্রি ডাক্তার দেখালাম। কয়ডা ওষুধও দেছে। ভালই লাগছে। তার ভাষ্য, বাইরে দেখাতে গেলে ডাক্তার ফি, পরীক্ষা-নিরীক্ষাসহ ৫০০-৭০০ টাকা খরচ হতো। এসএসসি ৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার ধনী গরিবসহ বিভিন্ন রোগী ও স্বজনরা আসতে থাকেন। দুই হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত