
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে মানিক হোসেন (৩০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার স্থানীয়রা নদীতে বালু তুলতে গিয়ে একটি লাশ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত মানিক হোসেন উপজেলার দেবনগর ইউনিয়নের তবিবর রহমানের ছেলে। সস্থানীয় সূত্রে জানা যায়, মানিক হোসেন গরু ব্যাবসায়ী ছিল, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
ওই ওয়ার্ড ইউপি সদস্য আইবুল হক জানান, মৃত মানিক হোসেন পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন এবং মাঝে মাঝে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত ওই ব্যক্তি বিগত চারদিন থেকে নিখোঁজ ছিলেন। চারদিন আগে বিএসএফ এবং বিজিপির পতাকা বৈঠকে মৃত ব্যক্তির অবস্থান জানতে চাইলে উভয় পক্ষেই কোনো তথ্য দিতে পারে নি। স্থানীয় শ্রমিকদের মতে ভেসে আসা লাশের গলায় গাছের শিকর দিয়ে বাধাঁ ছিল।