
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের কাছ থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পোড়াদহ জিআরপি থানা পুলিশ। গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া খায়েরবাড়ি এলাকার আবু আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে আলমডাঙ্গা থানায় পরে পোড়াদহ জিআরপি থানার পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রেরণ করেন। জিআরপি থানার এসআই জগদীশ জানান, প্রথমে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এরপর তার আঙুলের ছাপ নিয়ে শনাক্ত করা তার পরিচয় পাওয়া গেছে। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত (ওসি) জামিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, স্টক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।