ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে উন্নয়ন প্রশিক্ষণ

কুড়িগ্রামে উন্নয়ন প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমূলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে। আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার প্রশিক্ষণটি শেষ হবার কথা রয়েছে। এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৪টি ইউনিয়নের মোট ২২জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা এতে কৃষি, মৎস ও ব্যবসার উপর বাস্তবিক জ্ঞান অর্জন করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত