ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা ছেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা ছেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে আব্দুর রাজ্জাক হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন ও ছেলেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণ পাড়া গ্রামে লাল চান (৫০) ও তার ছেলে সাগর (২৯)।

গত মঙ্গলবার বিকালের দিকে জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত গ্রামের আফাজ উদ্দিন গং ও লাল চান গংদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।

এরই জের ধরে ২০১৮ সালের ২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

এতে আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত