
নেত্রকোনার পূর্বধলায় জয়চরণ বিশ্বাস (৭৩) ও বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮) নামের দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকার বুধবার পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন- পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রামচরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে প্রথম ঘটনাটি ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাঙ্ক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর শোকে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে বকাঝকা করে ঘর থেকে বের করে দেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর জয়চরণ বিশ্বাসও বাড়ি থেকে বেরিয়ে যান।
পরে গতকাল বুধবার ভোরে প্রতিবেশী আরতী রানী দাস বারান্দার সামনে জয়চরণ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে। আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ বোরহান উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ আরেকটি ঝুলন্ত লাশ উদ্ধার করে।