
দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পারুলিয়া ও সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভির মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, দেবহাটা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিন আলী, সদস্য সচিব হাবিবুল্লাহসহ উপজেলার ৫টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সব নেতারা।