ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান আত্মহত্যা করেছ। নিহত পিংকী আক্তার (২২) স্বামী বন্দর উদ্দিনের (৩৫) ঘরে সিয়াম (৪) নামে ছেলে রয়েছে। গতকাল বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সাথে ৬ মাস আগে বিবাহবিচ্ছেদ হয় স্বামী বদর উদ্দিনের। আজ সকালে বদর উদ্দিন তার সাবেক স্ত্রীর বাসায় তাদের ৪ বছর ছেলেকে দেখতে যান। এ সময় পিংকী ছেলে দেখতে দিবে না বলে।

তখন তাদের মধ্যে কথাকাট পর্যায়ে স্বামী বদর উদ্দিন পিংক আক্তারকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর নিজে বিষ পান করে মেঝেতে অচেতন অবস্থায় নিজেও লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহত পিংকি আক্তারের বাবা আনছার বলেন, ৬ মাস পূর্বে তার মেয়ের সঙ্গে বদর উদ্দিনের তালাক হয়। আজকে বাসায় কেউ ছিল না। এই সুযোগে মেয়েকে কুপিয়ে হত্যা করে বদর উদ্দিন। এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বদর উদ্দিন বিষ পানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত