ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরিষাবাড়ীতে শিক্ষা উপকরণ বিতরণ

সরিষাবাড়ীতে শিক্ষা উপকরণ বিতরণ

দাখিল মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকদিরামপুর দাখিল মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, ডাস্টার ও মার্কার তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সরকার পক্ষের প্রসিকিউটর ফারুক হোসেন তপাদার। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সরকার পক্ষের প্রসিকিউটর ফারুক হোসেন তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সোহেল আহমেদ নীরব, আল আমিন তালুকদার, আহসান মিয়াজী এবং স্থানীয় সুধিজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত