
বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড সংলগ্ন রাইখালী ও শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে শওকত ইসলাম জিকুকে ইয়াবাসহ ও যীশু দে এবং সৈকত বিশ্বাসকে চোলাই মদসহ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ কেএম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল। এসময় শওকত ইসলাম জিকুকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, যীশু দে এবং সৈকত বিশ্বাসকে মদপানের দায়ে প্রত্যেককে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।