
দীর্ঘদিন ঘরে বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় মঞ্জুরুল হক গং। আবু সাঈদ নেত্রকোনার সদর উপজেলার কমলপুর গ্রামের মৃত গোলাপ খাঁর ছেলে।
প্রতিপক্ষ মঞ্জুরুল হক আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতার কারণে অবৈধ দাপট খাটিয়ে আবু সাঈদের .২৪ শতাংশ জায়গা বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়ে আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল। গত বুধবার আবু সাঈদের স্ত্রী পারভীন আক্তার জেলা প্রশাকের কার্যালয়ে গণশুশানিেেত অংশ নিয়ে তার পরিবারের অবরুদ্ধের বিষয়টি অবগত করলে জেলা প্রশাসক বনানী বিশ্বাস তাৎক্ষণিক পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশ পেয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বেড়া অপসারণ করে আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করেন।
এব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ মহোদয়ের নির্দেশ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে উপজেলার কমলপুর গ্রামের আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বিষয়টি অত্যন্ত মানবিক হওয়ায় পুলিশ প্রশাসনের মাধ্যমে অবরুদ্ধ পরিবারটিকে মুক্ত করা হয়েছে।