
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল টু মেটংঘর সড়কের সোনাকান্দা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গত বুধবার বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল সোনাকান্দা পশ্চিম পাড়ার মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১৫টি প্যাকেটে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের দায়ে সিএনজিতে থাকা চারজনকেই আটক করে পুলিশ। আটকরা হলেন- মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মো. কাউছার (২৮), একই গ্রামের সেন্টু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২) এবং ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।