
সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা মুন্না সরকারকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান এবং সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত মুন্না উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রদল নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, সম্প্রতি একজন সাংবাদিককে অপহরণ করে মারপিটের বিষয়ে অবগত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত করে উপজেলা ছাত্রদল। এরপর সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনার সত্যতা পাওয়া যায়।