
কুলাউড়ায় দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম নির্মাণ এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। গত বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া ও সামাজিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এতে একাত্মতা প্রকাশ করে। প্রায় ৫ শতাধিক মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁন, জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, বিভিন্ন ক্রীড়া, সামাজিক সংগঠক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
সেই সময় বক্তরা বলেন, সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি কুলাউড়া হলেও এখানে একটি স্টেডিয়াম নির্মিত হয়নি। এটি শুধু দাবি নয় আমাদের অধিকার। স্টেডিয়াম ছাড়া তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠটি কুলাউড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠ। দীর্ঘদিন অবহেলায় পড়ে রয়েছে। ফলে মাঠটি এখন সব সময় খেলাহীন হয়ে পড়েছে। মাঠ সংস্কার না হলে যুব সমাজ খেলাধুলা বিমুখ হয়ে অপরাধ ও মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে। বক্তারা দ্রুত মাঠ সংস্কার ও স্টেডিয়াম নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। পরে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদরা ইউএনও এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন।