ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তেঁতুলিয়ায় নদী থেকে ড্রেজার জব্দ

তেঁতুলিয়ায় নদী থেকে ড্রেজার জব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনাগছ এলাকার করতোয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এ সময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা যায়, অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী পাঁচটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প ও ৩২০ ফুট অনুমানের পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। আরও জানা যায়, অভিযানের খবর পেয়ে ড্রেজার চালনাকারী অসাধু চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। পরে মেশিনসহ জব্দ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এতে নদীর পরিবেশ ও আশেপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকা সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ ড্রেজার মেশিন মালিকরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত