ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়

সিরাজদিখানে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ-এর উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজদিখান শাখার সভাপতি শেখ আমিন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় উপ সহকারী পরিচালক তারেক মিয়া ও শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সততা স্টোর শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এবং সততা চর্চায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করার জন্য এর কার্যকরী প্রয়োগ প্রয়োজন বলে তারা মত দেন।

অনুষ্ঠানটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিরাজদিখানের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত