প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলাসহ ৮১টি মৌজায় উৎস কর পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজারস্থ উখিয়া সমিতি। গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। অ্যাড. রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তারা অভিযোগ করেন, জমির বর্তমান বাজারমূল্যের তুলনায় উৎস কর অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়েছে, যা ভূমি বিক্রয় কার্যক্রমে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে। এই সরকারের কাছে অযৌক্তিক কর প্রক্রিয়া সংশোধনের দাবি জানান তারা * আলোকিত বাংলাদেশ