
উপজেলা পানি কমিটির আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও হেলভেটাস সুইস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সুপেয় পানির সংকট নিরসনে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারি শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রাণী সম্পদ অফিসার ডা. শুভ বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমদ, জামায়াতের উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল আলম, অধ্যক্ষ অলিউল্লাহ, মাওলানা সাইফুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, সিপিবির সাধারণ সম্পাদক গাজী আলাউদ্দিন, পানি কমিটির সহ- সভাপতি আনোয়ার হোসেন, মা সংসদের স্পিকার স্বপ্না মন্ডল, পানি কমিটির সদস্য গাজী সিরাজুল ইসলাম, উত্তরণের উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল মন্ডল প্রমুখ।
সংলাপে বক্তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্লুইট গেট নির্মাণ, মিষ্টি পানির প্রাকৃতিক উৎস্য পুকুর, খাল ইজারাদারদের কবল থেকে মুক্ত করাসহ নানাবিধ সুপারিশ তুলে ধরেন। সংলাপে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা অংশ নেন।