
হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস রোড পারমিট ছাড়া চলাচল, অদক্ষ চালক ও বাস স্টাফদের হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩) এর শ্রমিকরা। গতকাল সোমবার দুপুরে শহরের ঢাকা বাস ট্রামিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রব, মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক শাহ আলম দিপু, নাগরিক কল্যাণ সমিতির সদস্য শেখ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কায়রুজ্জাম্মান কামাল, পশ্চিম বাজার মাইক্রোবাস সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. খছরু আহমেদ, (১২২৩) এর ভারপ্রাপ্ত সভাপতি মো. লেবু মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে যাত্রী সেবা পরিচালনা করে আসছে। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় বিগত কিছু দিন ধরে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেস বিহীন, পারমিট বিহীন ও ড্রাইভিং লাইন্সেস বিহীন চালক দ্বারা পরিচালনা করে আসছে। হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে আর কোনো বিরতিহীন বাস না থাকায়। মৌলভীবাজার জেলার সিলেট রুটের যাত্রীদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ ও শারীরিকভাবে লাঞ্চিত করে আসছে। ভদ্রযাত্রীরা নিজেদের সম্মান রক্ষার স্বার্থে তাদের অত্যাচার নিরবে সহ্য করে আসছে। গত শনিবার সিলেট রুটের দয়ামীর এলাকায় হবিগঞ্জী বাস অভারটেক করতে গিয়ে প্রাইভেট কারে ৩টি তাজা প্রাণ কড়ে নিয়েছে।
গত রোববার সকাল ৮টায় কাকিয়া বাজার নামক স্থানে মেটর সাইকেল আরোহীদের আঘাত করে। এভাবে প্রতিদিন তাদের এই বেপরোয়া গতি ও অসৌজন্যমূলক আচরণ এবং ফিটনেস বিহীন গাড়ি বন্ধের জন্য মৌলভীবাজার জেলা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। বক্তারা জেলা প্রশাসকের কাছে দাবি জানান, এ জেলার যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করণের জন্য জেলা প্রশাসকের আইনগত ব্যবস্থা নিবেন। এছাড়া মিরপুর থেকে শেরপুর ফিডার রোড এই রুটে বড় বাস ও ট্রাক স্বাভাবিক চলাচলের জন্য হুমকি রয়েছে। এই রুটের প্রশস্থ করতে পদক্ষেপ নেওয়া জরুরি আন্তজেলা নিয়ম অনুযায়ী এই রুটে বড় বাস ট্রাক চলাচলের অনুপযোগী। তাই এই বড় বাস গাড়ি হাইওয়ে সড়কে চলাচলের জন্য পদক্ষেপ নেওয়া দাবি জানান বক্তারা।