ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

কুমারখালীতে লাশ উদ্ধার

কুমারখালীতে লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্যে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে মৃত ওই ব্যক্তি (পুরুষ) নামণ্ডপরিচয় এখনওা জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে ভোর সাড়ে চারটার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, গলাকাটা দ্বিখন্ডিত লাশটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত