
কুষ্টিয়ার কুমারখালীতে উৎপাদন বৃদ্ধিতে তিন হাজার ৮৮০ জন সরিষা, পেঁয়াজ, ডাল, তেল, সবজিসহ হরেক রকম কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সব বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিন, উপসহকারী কৃষি কর্মকর্তারা, কৃষক প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রাসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ -২৬ অর্থবছরের দুই হাজার ৩৪০ জন সরিষা চাষী, ৩২০ জন পেঁয়াজ চাষি, ৪০ জন সূর্যমুখী চাষিকে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
এছাড়াও ৫০ জন বাদাম চাষিকে ১০ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। ৫৫০ জন মশুর ডাল চাষিকে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। ৯০ জন খেসারী চাষিকে ৮ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয় ৪০ জন হরহর চাষিকে ২ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। ৪৫০ জন কৃষক-কৃষানি কে ৭ প্রকারের সবজি বীজ প্রদান হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার প্রদান করা হয়েছে।