
শেরপুরের নকলায় অক্টোবর মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির যেসব শিক্ষার্থী গত মাসে কোনো কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মধ্যে পুরস্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকরা নিজ নিজ শ্রেণির মাস সেরা পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। পাঠদান কার্যক্রম শুরুর আগে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরস্কার বিতরণ উদ্বোধন করেন। এ সময় সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, মোজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।