ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অপহৃত কলেজছাত্রী উদ্ধার

অপহৃত কলেজছাত্রী উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া গ্রামের এক অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসিকে এম মাসুদ রানা জানান, গত সোমবার কলেজে যাওয়ার পথে ওই ছাত্রী অপহৃত হয়। ওইদিন তার বাবা বাদী হয়ে থানায় একটি জিডি করেন। এ জিডির ভিত্তিতে পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় পাথরতলী গ্রামে অভিযান চালানো হয়। এ অভিযানে ওই গ্রামের আবুল হোসের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় লতিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত