ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর পৌরসভার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, আস্থা সংস্থা ও দীপ্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ এর উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি বলেন, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় জনগণকে সচেতন করতে হবে। এর জন্য চাই সবার অংশগ্রহণ এবং সামাজিক আন্দোলন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, ইএসডিও এর সিনিয়র এসিসট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ্ আমিনুল হক, আস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গনাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি, দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান ও ইউএনডিসির সভাপতি আকরাম হোসেন বাবলু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে অতিথি এবং স্থানীয় জনগণ রাস্তার দুইধারের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত