ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় সাঁতার প্রতিযোগিতা

দামুড়হুদায় সাঁতার প্রতিযোগিতা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির ২০২৫-২৬ আওতায় (অনূর্ধ্ব-১৫) ছাত্র-ছাত্রীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা ক ও খ গ্রুপে বিভক্ত হয়ে চিত সাঁতার, মুক্ত সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত