ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুর : গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার মাঝির সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্লা সেলিম। জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

কাউখালী (পিরোজপুর) : গতকাল বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল সহকারে কাউখালী উপজেলা চত্বরে হাজির হয়। পরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাউখালী দক্ষিণ বাজার থেকে বাজারের ভিতর হয়ে প্রধান সড়কটি প্রদক্ষিণ করে উত্তর বাজার গার্লস স্কুল সড়ক দিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতারা র‍্যালিতে অংশ গ্রহণ করেন। এ সময় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবিররের নেতৃত্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ সহ-সভাপতি মনিরুজ্জামান, ফারুক হোসেন, বদরুদ্দোজা মিয়া, সংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব মো. রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, বিএনপি নেতা উজ্জ্বল প্রমুখসহ পাঁচটি ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

কলমাকান্দা (নেত্রকোনা) : বিএনপি কলমাকান্দা উপজেলা শাখার উদোগে সারা দেশে ন্যায় এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসটির সূচনা হয়। পরে জুমার নামাজের পর বিকাল ৩টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি সভাপতি এমএ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে দলের সদস্য, অঙ্গ সংগঠন এবং তৃণমূলের নেতারাসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বিএনপির কার্যালয় এসে শেষ হয়। পরে শহিদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : গতকাল বিকালে কোর্ট এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যারি বের করেন। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু প্রমুখ। বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী এবং দিবসটির বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

শৈলকুপা (ঝিনাইদহ) : শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আেবুল হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ূন বাবর ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, নজরুল ইসলাম জোয়ার্দার প্রমুখ। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা এবং সব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শৈলকুপা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মনপুরা (ভোলা) : ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থকদের মাঝে ঐক্যের প্রত্যয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন। উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, জেলা বিএনপির সাবেক সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা বিএনপি। র‌্যালিটি সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে বাজারে ভিতর দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া ধান হাটা (বটতলা) এলাকায় এসে শেষ হয়। সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন,ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, যুগ্ম আহ্বায়ক বসির, মেহেদী হাসান আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিনুউজ্জামান মহসিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বিকালে ওভার ব্রিজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিজার্ভ পুকুরপাড়ে শেষে হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত