
মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রত্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় বানিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মিয়াজি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দোহাকে সম্মানে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করে বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (অজীবন দাতা সদস্য) স্কুলের সাবেক সভাপতি খাঁন আবেদা বুশরা। বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থী আজহারুল ইসলামে খাঁনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা আহ্বায়ক কমিটির উপদেষ্টা মো. সাইফুল ইসলাম শফি, মো. মহিউদ্দিন, কামরুজ্জামান, মিজানুর রহমান, আজহারুল ইসলাম, মো. ফজলুল হক, আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, সদস্য সচিব জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুর রহমান টিটু, মনিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, তানজিল ইসলাম মোল্লা, সওকত হোসেন, আল আমিন মিয়াজী আসাদ, মাজহারুল, কোষাধ্যক্ষ নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের প্রক্তিন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাদের শিক্ষকতা পেশা কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, গোল্ড মেডেল, নগদ টাকা এবং ওমরা হজ পালনের খরচ প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তাদের বিদায়ী দুইজন প্রধান শিক্ষককে ফুলের মালা গলায় দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়। প্রাত্তন শিক্ষার্থীরা জানান, এই দুই শিক্ষক ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।