ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা

বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা

চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা।

গতকাল শনিবার চরফ্যাশন পৌর এলাকায় স্কুলের ক্যাম্পাসে মেলা অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এ মেলায় ইংলিশ ভার্সন স্কুলটির বিভিন্ন গ্রেডের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প উপস্থাপন করে।

চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সকাল ১০টায় মেলার এ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্কুলটির চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক রায়হান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির প্রমুখ। অতিথিরা খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করে তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলায় খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- এয়ার পলুসন মডেল, সোলার সিস্টেম ওয়ার্কিং মডেল, কার্বন পিউরিফিকেশন ওয়ার্কিং মডেল, স্মার্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি হাউজ মডেল, হাইড্রো পাওয়ার প্লানেট প্রভৃতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত