
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনি এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) ‘শাপলা কলি’ প্রতীকে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী আযহারী। গতকাল শনিবার সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে সরাইল রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচনি পরিকল্পনা ও আসনের উন্নয়নের নানা চিন্তাধারার বিষয়ে কথা বলেন তিনি।