
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের গ্লোবাল অ্যাডভাইজার ডা. আনিস রহমান সিদ্দিক। সভার শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে সফল পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম মুরাদ, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।